প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১২:১১ পি.এম
সাভারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আনোয়ার হোসেন আন্নু
বিশেষ প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ রোববার (২৩ মার্চ) সকালে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। আজ হেমায়েতপুর বাস স্ট্যান্ড অভিযান পরিচালনা করা হয়েছে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের জেল-জরিমানা করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy