আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
করোনা কালীন দুঃসময়েও সাভারের আশুলিয়ায় থেমে নেই চাঁদাবাজী-ডাকাতিসহ প্রতারক চক্রের হাতে পরে মানুষের নিঃস্ব হওয়ার গল্প। নতুন নতুন কৌশল অবলম্বন করে মানুষের সাথে প্রতারণা করে আসা এমনই একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪, সিপিসি-২।
সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ।
রবিবার (২৬ জুলাই) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার সাকিনস্তা নিগার প্লাজার( যমুনা ব্যাংকের নিচে) নুর মেডিকেল হলের সামনে থেকে ডিবি পরিচয়দানকারী দেশীয় অস্ত্র সহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১)আশুলিয়া থানায় কর্মরত কনস্টেবল /১২৭৩ মো: মমিরুর (৩৫), পিতা-মৃত তছলিম উদ্দি,সাং-শ্যামপির,থানা দৌলতপু, জেলা- মানিকগঞ্জ( বর্তমান আশুলিয়া থানায় কর্মরত) ২)মোঃআঃ হামিদ (৩২), পিতা-মোঃআঃলতিফ, সাং-খড়িবাড়ি, থানা- ডিমলা জেলা -নীলফামারী । ৩)মোঃওয়াহেদ (৪০),পিতা-মৃত তোফাজ্জল,সাং- চৌদ্দগর, গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা।৪) মোঃ ওয়াজেদ শেখ (২৩),পিতা-মোঃ সুরুজ শেখ।তারা সবাই আশুলিয়ার বাইপাইলের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন।
র্যাব জানায়, ভুক্তভোগী নূর উদ্দীন (৪৬) মৌখিক অভিযোগ জানান যে কিছু অসাধু ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করছে এই ভিত্তিতে জামগড়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয় দানকারী ও দেশীয় অস্ত্রধারী ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সাদা রংয়ের নোয়া মাইক্রো, ২ টি বড় ছোরা, ১ টি বড় হাসুয়া, ১ টি বড় ড্যাগার, ১ টি লোহা কাটার, ১টি মটোরোলা ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১ টি পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার ১ টি, ১ টি সিগন্যাল লাইট, ৪৮০ গ্রাম গাঁজা, ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬ টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৩৭ হাজার জাল টাকা, মাদক বিক্রিত নগদ ২৮ হাজার ৮১৫ টাকা, বিভিন্ন রংয়ের মানিব্যাগ ৭ টি ও ১২ টি মোবাইল সেট জব্দ করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রয় ও জাল নোট রাখার অপরাধে আশুলিয়া থানায় ৪ টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪, সিপিসি-২ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy