লন্ডন থেকে জমির উদ্দিন সুমন : যুক্তরাজ্যে এবারের শীতে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় করোনা
ভাইরাস সংক্রমণে 'সংকটজনক পরিস্থিতিতে& # 39; শুধু হাসপাতাল গুলোতেই ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যু
হতে পারে।যুক্তরাজ্যে বিজ্ঞানীরা মঙ্গলবার এ বিষয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছেন।
সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভাললানসি পরিচালিত দ্য একাডেমি অব মেডিকেল সায়েন্স
এর রিপোর্টে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।
এতে বলা হয়, হাসপাতালগুলো ইতোমধ্যেই মৌসুমি ফ্লু মোকাবেলা করছে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ
চলমান প্রাদুর্ভাবকে ছাপিয়ে যেতে পারে।এর ফলে সামনের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ১
লাখ ২০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে।
এই বৈজ্ঞানিক মডেলিংয়ে কেয়ার হোম এবং বৃহত্তর সামাজিক স্তরে মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি এবং
মনে করা হচ্ছে সরকার দ্বিতীয় দফা সংক্রমণ রোধে কোন ব্যবস্থা নেবে না।
প্রথম দফায় দেশটিতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার লোকের মৃত্যু হয়েছে।
এই সংখ্যা ইউরোপে সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy