প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২০, ৩:১০ এ.এম
টাঙ্গাইলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালার দায়ে ফরহাদ ক্যাডেট একাডেমি সিলগালা
শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে কোচিং মালিককে জরিমানা সহ এক কোচিং সেন্টার কে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের কলেজ গেইট এলাকায় ফরহাদ ক্যাডেট একাডেমিতে এ অভিযান পরিচালিত হয়।
টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল ও সালাউদ্দিন আইয়ুবী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কোচিং এর চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টার সিলগালা করা হয়।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় দন্ডবিধি ১৮৮ এবং ২৬৯ ধারায় ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy