শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে কোচিং মালিককে জরিমানা সহ এক কোচিং সেন্টার কে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের কলেজ গেইট এলাকায় ফরহাদ ক্যাডেট একাডেমিতে এ অভিযান পরিচালিত হয়।
টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল ও সালাউদ্দিন আইয়ুবী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কোচিং এর চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টার সিলগালা করা হয়।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস পাল জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় দন্ডবিধি ১৮৮ এবং ২৬৯ ধারায় ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..