অনন্তলোকে পাড়ি জমালেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাজ্য শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন ইউকে’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের সাংবাদিক ফোরাম’র চেয়ারম্যান, লন্ডন ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা জনজীবন’র প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিন।
তিনি যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডে অবস্থিত দ্য রয়্যাল লন্ডন হসপিটালে বুধবার ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ স্থানীয় সময় বিকেল ৩:০০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮:০০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন! ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’উন’।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি অকার্যকারিতা, লিভার জটিলতাসহ বিভিন্ন দুরারোগ্য মরণঘাতী ব্যাধিতে ভুগছিলেন। সত্তর দশকের এই ছাত্র নেতা বাহাত্তরে জাসদ গণবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও তিনি জড়িত ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন সজ্জন, মৃদু ও মিষ্টভাষী, নিষ্ঠাবান সমাজকর্মী, উদারমনা এবং পরোপকারী ব্যক্তিত্ব।
নিউক্লিয়াস’-‘বিএলএফ’-এর প্রতিষ্ঠাতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার, স্বাধীনতা ও সশস্ত্র সংগ্রাম-এর প্রধান সংগঠক এবং রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান-এর একনিষ্ঠ ভক্ত ও রাজনৈতিক শিষ্য ছিলেন তিনি। তাঁর ধ্যান-ধারণা ছিলো শোষণহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের মুক্তি। তিনি ছিলেন সমাজসচেতন-রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী।
মরহুমের নামাজে জানাযা আজ শুক্রবার বাদ জুম্মা যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা সম্পন্ন করে তাঁকে লন্ডনে দাফন করা হবে বলে প্রাথমিকভাবে পারিবারিক সূত্রে জানা গেছে।
আলহাজ্ব ছমির উদ্দিনের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও শোকাভিভূত! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর; তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি; পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা।