কুমিল্লা সদরের ৫নংপাঁচথুবী ইউনিয়নের ব্যাপক জনপ্ৰিয় মোঃ হাসান আবুল সাংবাদিকদের জানান,হতদরিদ্রের জন্য নির্ধারিত দশ টাকা কেজি চাউল সরাসরি দোকানে বিক্রি, মিরপুর কৃষক লুৎফর রহমান এর গরু চুরি, গোমতী নদীর বালু চরের ফসলি জমির মাটি চুরি,কবরস্থানের জমির ঝামেলা মিমাংসার নামে টাকা আত্মসাত,এমনকি সীমান্তের শীর্ষ মাদক কারবারিদের গডফাদারের বিরুদ্ধে নিউজ প্রকাশের পর-বিনা ভোটের চেয়ারম্যান বাহিনীর ষড়যন্ত্র অব্যাহত হুমকি ধমকি অতঃপর আজ ১৯ অক্টোবর সকাল অনুমান ১০টায় শাহপুর মাজার এলাকা থেকে গায়েবী মামলায় গ্রেফতার করেন।
এদিকে আবুল গ্রেফতারের খবরে এলাকাবাসীর ও বিভিন্ন সংগঠন তীব্র নিন্দাও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ মানবিক সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্ৰীয় কাউন্সিলার ফসিউদ্দিন আহম্মেদ শাহীন মীর্জা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতা ও সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার,দৈনিক কুমিল্লার ডাক সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক নেতা সিরাজুল ইসলাম চৌধুরী,কবি ও সাংবাদিক এম কে নুর আলম, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক জুবায়ের প্রমুখ নেতৃবৃন্দ বিবৃতি দেন সকলকেই সাংবাদিক আবুল গ্রেফতারের নিন্দাও প্রতিবাদ জানান।