নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে চূড়ান্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি নীতিমালা। শিক্ষকেরা যোগ্যতা অনুযায়ী এখন অধিদপ্তরের পরিচালক পর্যন্ত হতে পারবেন। সেই সঙ্গে তৈরি হচ্ছে ৬৫ হাজার বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ। চলতি মাসে এই নীতিমালার বাস্তবায়ন শুরু হবে।
দেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৪ লাখের মতো। প্রাথমিকের শিক্ষকদের বেশিরভাগই সহকারী শিক্ষক পদে চাকরি করে অবসরে যান।
পদোন্নতির সুযোগ না থাকায় শিক্ষকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। সেই সঙ্গে মেধাবীরা আকৃষ্ট হচ্ছে না এই পেশায়।
এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের পদোন্নতির জন্য গত বছরের মে মাসে নীতিমালার খসড়া তৈরি করে। কিন্তু, নানা জটিলতায় চূড়ান্ত হচ্ছিল না। মন্ত্রণালয় বলছে, এরইমধ্যে সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। চলতি মাসে এর বাস্তবায়ন হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ বলেন, নীতিমালা অনুযায়ী, শিক্ষকেরা পদোন্নতি পেয়ে যোগ্যতা অনুযায়ী তৃতীয় গ্রেডের কর্মকর্তা পর্যন্ত হতে পারবেন। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হবে।
শিক্ষাবিদ অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান বলছেন, পদোন্নতির সুযোগ সৃষ্টির ফলে মেধাবীরা শিক্ষকতায় আসবে। সেই সঙ্গে শিক্ষকদের বেতন কাঠামোও উন্নত করার আহ্বান তাদের।
এদিকে, ১৮ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ খালি। সেগুলোও দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।