নিজস্ব প্রতিবেদক
অবিলম্বে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি করেছে বাসদ নেতবৃন্দ।
আজ ১৭ মার্চ’২৩ শুক্রবার আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে পার্টির এক কর্মী সভায় নেতৃবৃন্দ এই দাবি করেন। বাসদ এর কেন্দ্রীয় আহŸায়ক সন্তোষ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় নেতা সৈ, ই, হোসেন রুমেল, সাখাওয়াত হোসেন বাদল, রফিকুল ইসলাম রফিক, কালা মানিক দেব প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, দেশি বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতে দাম দফায় দফায় বৃদ্ধির ফলে জনজীবনে সংকট আরো বৃদ্ধি পেয়ছে।
আওয়ামীলীগ সরকার বেসরকারী ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র গুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে।
সরকারের দুর্নীতি ও ভুলনীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই সরকার দফায় দফায় দাম বৃদ্ধি করে চলছে। নেতৃবৃন্দ বলেন, সরকারের এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না।
বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেকদফা বাড়বে যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুন বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়বে।
নেতৃবৃন্দ, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানিখাতে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুলনীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য আওয়ামী ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। নেতৃবৃন্দ দেশীবাসীকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।