1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
অভয়নগরে সুদক্ষোরদের কাছে জিন্মী সাধারণ মানুষ. অমানবিক অত‍্যাচার     
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

অভয়নগরে সুদক্ষোরদের কাছে জিন্মী সাধারণ মানুষ. অমানবিক অত‍্যাচার     

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৯.৪০ পিএম
  • ২৫৮ বার পঠিত
                                            বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলা পৌর-নওয়াপাড়ার বিভিন্ন স্থানে সুদে টাকা লাগানো নারী ও পুরুষ চক্রের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ৷
এই সুদ চক্রের টাকা ধার নিয়ে বিপাকে পড়েছে এলাকার হত দরিদ্র খেটে খাওয়া-অসহায় একাধিক পুরুষ ও মহিলা ৷ এ ঘটনায় ভূক্তভোগীরা সন্মানের ভয়ে সুদে টাকা লাগানো ওই সুদ চক্রের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পর্যন্ত পায়না ৷ সুদচক্র নারী ও পুরুষদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে ৷
 প্রশাসন তদন্ত করলে বিভিন্ন ধরণের তথ্য উঠে আসবে বলে জানায় এলাকাবাসী ৷ তথ্যানুসন্ধানে জানা গেছে , উপজেলার পৌর নওয়াপাড়ার-রাজঘাট, তালতলা, সর্দার মিল, ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, প্রেমবাগ,ধোপাদী, চলিশিয়া, পায়রা , ভৈরব নদের ওপার, ব্রীজ পার হয়ে দেয়াপাড়া, শংকরপাশা , বাঘুটিয়া , ভাটপাড়াসহ অভয়নগরের শহর-বন্দর ও গ্রামে অবৈধ কারেন্ট জালের মত ছড়িয়ে রেখেছে.শত শত পরিবারের মাঝে লাখ লাখ টাকা এই সুদখোর” চক্রটি ৷
 এলাকার রক্তচোষা এই সুদখোর চক্র বিশেষ করে অসহায় মানুষের মাঝে যেমন, শ্রমজীবি, হত-দরিদ্র, হকার, ভ্যান/রিক্সা চালক, জুট মিলের শ্রমিক,ঘাট শ্রমিকদের আর্থিক দূর্বলতার সুযোগ পেয়ে সুকৌশলে টাকা ধার দিয়ে তাদের রক্ত চুষে খাওয়ার জাল বুনে রেখেছে। যদি কোন অসহায় মানুষ বড় ধরণের আর্থিক সমস্যায় পড়ে ওই সুদ”চক্রের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয় তাহলে, প্রতি মাসে হাজারে ২’শত টাকা অর্থাৎ ১০ হাজারে ২’হাজার টাকার সুদ গুনতে হয় ৷
অদুর ভবিষ্যতে দেখা যাচ্ছে, সুদের টাকা গুনতে গুনতে আসল টাকার ৪গুণ দেওয়া হয়ে গেছে  অথচ রক্তচোষা সুদখোরদের কাছে টাকা পরিশোধ হয়না ৷ এদিকে মহামারি করোনা ভাইরাসের কারনে কোন কাজ না থাকায় সুদ দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের ৷
যার ফলে সুদ’খোর চক্র তাদেরকে মারধর এবং অস্ত্রের প্রদর্শন পূর্বক ভয়ভীতিও পর্যন্ত দেখায়। মান সন্মানের ভয়ে এলাকার কোন লোক সুদখোর চক্রের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না ৷
 সুদ চক্রটি এলাকার বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালীর ছত্রছাঁয়ায় থেকে দিন মুজুর থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে সূদে টাকা লাগিয়ে হাজার হাজার, লাখ লাখ টাকার মালিক হয়েছে ৷
অসহায় এক পরিবার বলেন, ওই সুদখোর চক্রের কাছ থেকে টাকা ধার নিয়ে হাজার হাজার টাকার সুদ গুনতে হচ্ছে , এমনকি সূদের টাকা ঠিক মতো দিতে না পেরে সুদখোর চক্রের ভয়ে এলাকা ছেড়ে অনেকে নিরুদ্দেশও রয়েছে এবং অপমানিতসহ নানা ধরণের হুমকি ধামকির শিকার হতে হচ্ছে অহরহ ভুক্তভোগী পরিবার ও সাধারণ খেটে খাওয়া মানুষের।
এর চেয়েগ্রামগঞ্জে আরও ভয়াবহ দৃশ্য দেখা গেছে.গ্রামে অনেকের ১০ হাজার টাকায় সপ্তাহে ১’হাজার টাকা পযর্ন্ত সুদ গুনতে হচ্ছে ৷ আর না দিতে পারলে সন্ত্রাসী কায়দায় তাদের মারধর করতেও দ্বিধা করেনা ওই সুদ চক্রটি ৷ সম্প্রতি নওয়াপাড়া (৪নং ওয়ার্ড) বউ বাজার এলাকায় সূদখোরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ধারে টাকা নেওয়া অসহায় ভূক্তভোগীরা।
ভূক্তভুগীরা সুদ কারবারিদের কবল থেকে বাচতে তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগী এবং এলাকাবাসী ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews