অসহায় দিন মজুর বাবার সন্তানের চিকিৎসার
জন্য সাহায্যের আবেদন,পাশে দৈনিক সূর্যোদয়
নিরেন দাস,জয়পুরহাটঃ-
Facebook Twitter share
মানুষ মানুষের জন্য,আপনার একটু সহযোগীতা বাঁচাতে পারে একটি নিষ্পাপ জীবন”ফেইসবুকে স্ট্যাটাস দেখে শিশু মোমোর পাশে জাতীয় দৈনিক সূর্যোদয়
Surjodoy.com
জয়পুরহাট পৌরসভার পাচুরচক মন্ডল পাড়ার
মেয়ে #মোমো, বয়সঃ ৮ বছর, বাবার নাম: হামিদুল ইসলাম, মাতা মোছাঃ মনোয়ারা বেগম তাদের মেয়ে দীর্ঘদিন যাবৎ #আম্বিলিকাল_হার্নিয়া রোগে আক্রান্ত ডাক্তারের পরামর্শে তার দ্রুত অপারেশন করানোর জন্য ২৫.০০০হাজার টাকার প্রয়োজন তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নই, পরিবারে একমাত্র ইনকাম তার বাবা করে সেও ডায়াবেটিক রোগী, তাই আপনাদের সকলের কাছে আমার বিনিত অনুরোধ আমাদের যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দেই।
The Daily surjodoy
আমাদের একটু সহানুভূতিতে বাঁচতে পারে একটি জীবন তাই আসুন সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বোনের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেই।
The Daily surjodoy
রোগীর বর্তমান অবস্থা জানতে ও সহযোগীতা করতে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
রোগীর বোনের নাম্বারঃ- 01906088861-বিকাশ