হাজী মুক্তার নিজস্ব প্রতিবেদকঃ
আইসিইউতে তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভারতের দিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে তোফায়েল আহমেদ চিকিৎসাধীন রয়েছেন। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরো পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রেখেছি।
তিনি আরো বলেন, দুশ্চিন্তার কিছু নেই। আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।
গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেয়া হয়।
পাঁচবারের জন্য সংসদ সদস্য ৭৭ বছর বয়সী এ রাজনীতিবিদ আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply