নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশ “মাস্ক পড়ার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার (২৩ মার্চ) সকালে আক্কেলপুর পৌর শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে আক্কেলপুর থানা পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খানের নেতৃত্বে মাস্ক না পড়া শহরে চলাচলকারীসহ সকল শ্রেণীপেশার মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করে পুলিশ সদস্যরা।
এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জাতীয় দৈনিক সূর্যোদয় কে বলেন, সম্প্রতি করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায়। বাংলাদেশ পুলিশ বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছে তারই
ধারাবাহিকতায় আমরা আক্কেলপুর পুলিশ আইন প্রয়োগ না করে সাধারন মানুষকে সচেতন করতে মাঠে নেমেছি পাশাপাশি করোনার বিষয়ে পরামর্শ দিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..