নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকা থেকে মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আন্তঃজেলা শীর্ষ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,পাবনা সদর উপজেলার চর তারাপুর এলাকার মৃত আহম্মদ শেখের মেয়ে সাথী বেগম (৩৯) ও রাজশাহী জেলার রাজপাড়া উপজেলার পশ্চিম রায়পাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী আঙ্গুরা বেগম লাইজু (৪৬)।
আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার চর তারাপুর এলাকার মৃত আহম্মদ শেখের মেয়ে সাথী বেগম ও রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন রায়পাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী আঙ্গুরা বেগম লাইজু তারা দুজনে মিলে সুকৌশলে কাপড়ের বাগে ২০ বোতল ও তাদের শরীরে ২৫ বোতল ফেন্সিডিল নিয়ে আক্কেলপুর থেকে সিএনজি যোগে সান্তাহার যাবার পথে উপজেলার ইউপি তিলকপুর বাজারের প্রবেশদ্বারে মেইন সড়কের উপর তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আক্কেলপুর থানায় নব যোগাদাকৃত অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতিকে ধারণ করে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অত্র এলাকা থেকে থানার এস,আই নেওয়াজ ও এ,এস,আই শফিকুল ৪৫ বোতল ফেন্সিডিল সহ আন্তঃজেলা শীর্ষ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি আরো বলেন আটকের পর তাদের থানায় নেয়ার পরে তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক চোরাকারবারি মামলা রয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃতরা মাদক চোরাকারবারির বিষয় গুলো স্বিকার করেছে। তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।