আক্কেলপুরে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ জুন) সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাধেশ্যাম আগরওয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান,আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবিরসহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন,আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন লাইনটি এই উপজেলার মানুষের জন্য অত্যন্ত দরকার। যা আজ শুভ উদ্বোধন করা হলো।
Leave a Reply