আজমিরীগঞ্জ প্রতিনিধি :
আজমিরীগঞ্জে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলা ফেরা শুরু করেছে সাধারণ মানুষ। কোন ভাবেই মানছেন না সরকারি দিক- নির্দেশনা।করোনা ভাইরাসের সংক্রমণে আজমিরীগঞ্জ ও রেহায় পায় নি, এ পর্যন্ত প্রায় ২১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। অথচ সাধারণ মানুষের মধ্যে কোন ভয়-ভীতি কাজ করছে না । করোনাকে নিয়ে ঠাট্টা মসকারা করে কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন। যেখানে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীতে রুপ নিয়েছে, সেখানে অবহেলা ছাড়া নাই কোন তাদের সচেতনতা । দেশে প্রায় ১.৫ লক্ষের ও বেশি আক্রান্ত এবং প্রায় ২ হাজার এর কাছাকাছি মৃত্যু সংখ্যা।প্রতিদিনেই আক্রান্ত হচ্ছে ৩ হাজারের ও বেশি। কিন্তু আজমিরীগঞ্জ এর অবস্থা দেখলে মনে হয় করোনা ভাইরাস(কোভিড-১৯] বলতে কিছুই নেই, সব কিছুই চলছে স্বাভাবিক ভাবে। কেউ কেউ মাক্স পড়লেও অধিকাংশ লোকজনই পড়ছেন না মাক্স মানছেন না স্বাস্থ্য বিধি।আজমিরীগঞ্জ উপজেলাবাসী আতংকে রয়েছে প্রশাসনের সুদৃষ্টি কামনা।