1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
আত্রাইয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ,  বৈশাখী ঝর বৃষ্টির আগে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা 
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন।  সাভারে ছিনতাইকারীদের হামলায় নিহত এক ভুয়া নিবন্ধনে ১৪ বছর চাকুরী করছেন রোজিনা খাতুন খাজরা ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ডালিম গ্রেফতার লোহাগড়া উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর বিএনপি’র কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত বিমানবন্দর থানা এলাকায় সাত ছাত্রদের ওপর উঠিয়ে দিল প্রাইভেটকার লোহাগাড়ায় ক্রয়মূল্যে তরি-তরকারি বিক্রি করে অন্যন্য দৃষ্ঠান্ত স্থাপন করল সংগঠনটি মা হারালেন সাতক্ষীরার মঞ্জিতপুরের ইঞ্জিনিয়ার শেখ মনিরুজ্জামান মনি এমএলপি‘র সশস্ত্র তৎপরতায় অতিষ্ট রাজস্থলীবাসী পাইকগাছায় ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার আশঙ্কায় ৭ ইউনিয়নের মানুষ

আত্রাইয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ,  বৈশাখী ঝর বৃষ্টির আগে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৯.৪৮ পিএম
  • ১৬৪ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)

 

নওগাঁর আত্রাইয়ে অধিক পরিমান জমিতে ভুট্টা চাষ করছে কৃষকেরা।পাশাপাশি চলতি মৌসুমে বৈশাখী ঝরের আগে জমি থেকে ঘরে তুলতে ব্যাস্ততার মধ্য দিন পার করছেন তারা। আত্রাইয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও লক্ষ্যমাত্রার অধিক জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। আত্রাই উপজেলার সাহাগোলা, কালিকাপুর,আহসানগঞ্জ, মনিয়ারী,ভোঁপাড়া,পাঁচুপুর, বিশা ও হাটকালুপাড়া ইউনিয়নের ফসলী জমি মাঠ নদী বিধৌত হওয়ায় এবং পলিযুক্ত মাটি খুব উর্বর।

 

তাই এসব এলাকার চরাঞ্চলে ভুট্টার অধিক ফলন হয়েছে এ মৌসুমে। সরেজমিনে উপজেলার ৮টি ইউনিয়নের মাঠগুলো ঘুরে ভুট্টা চাষ অন্তে ঘরে তোলার এই দৃশ্য গুলো দেখা গেছে। মাঠ জুরে যেখানেই চোখ যায় শুধু বিস্তীর্ণ ভুট্টা ক্ষেত দেখা যায়। উপজেলার গ্রাম গুলোতে কৃষকের বাড়ির খলিয়ানে ঘরে বাড়ির বারান্দায় শুধু ভুট্টা আর ভুট্টায় ভরপুর। কম খরচে অধিক মুনাফা অর্জনের ফলে দিন দিন ভুট্টা চাষের জন্য কৃষকরা ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার সাহাগোলা ইউনিয়নের হাতিয়া পাড়া গ্রামের কৃষক আব্দুস ছালাম বলেন, গত বছর ভুট্টা চাষ করে বাম্পার ফলন হয়েছে এবং এর দামও ভালো পেয়েছি। ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি। এতে আমি বেশ লাভবান হয়েছি। তাই আমি এ বছর ৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি আলহামদুলিল্লাহ ফলন ও ভালো, তবে এবারে বাজারে দাম কিছুটা কমের কারনে আমরা চিন্তিত।

 

উপজেলার জাতোপাড়া গ্রামের কৃষক মোবারক হোসেন বলেন, ভুট্টা চাষের জন্য খরচ কম এবং লাভজনক হওয়ায় আমি এ বছর দেড় বিঘা জমিতে ভুট্টা চাষ করে ছিলাম। এ বছরে আবহাওয়া ভালো থাকার কারনে ভুট্টার বেশি ফলন হয়েছে। ফুলবাড়ি গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমি ভুট্টা চাষ করে বিঘা প্রতি ৩০-৩৫ মণ হারে ফলন পেয়েছি। গত বছরে ১১শ থেকে ১২শত টাকা মন বিক্রয় করলেও এবারে ৭শ থেকে ৮শত টাকা মণ দরে ভুট্টা বিক্রয় করেছি। গত বছর থেকে বাজার মুল্য এবারে কম হওয়ায় আমরা কৃষক কিছুটা চিন্তিত। মির্জাপুর গ্রামের আব্দুল গাফফার বলেন গত বছর যে জমি গুলোতে আমি গম চাষ করেছিলাম এবারে সে জমি গুলোতে ভুট্টা চাষ করেছি অধিক পরিমাণ মুনাফা আয়ের জন্য। তিনি আরো বলেন গত বছর থেকে এবারে বাজার দাম কিছুটা কম হওয়ায় সামনে বছরে ভুট্টা চাষে আগ্রহ কিছুটা হলেও কমে আসবে।

 

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৫ হাজার ৫শত ৫৫ হেক্টর জমি। গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল ৫ হাজার ৫০ হেক্টর জমি। এ লক্ষ্যমাত্রার অধিক জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। কৃষিবিদদের মতে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চলতি বছরে ব্যাপকভাবে ভুট্টার চাষ করা হয়েছে। অল্পদিনে ও কম খরচে ভুট্টাচাষ হওয়ায় উপজেলার কৃষকেরা ভুট্টাচাষে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। কম পুঁজি, ঝুঁকিহীন, সেচ ও সার প্রয়োগের ব্যবস্থা থাকায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়া সরকার কৃষি প্রণোদনা স্বরূপ কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকার কারনে ভুট্টার ভালো ফলন হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews