1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
আন্ত:বিশ্ববিদ্যালয় ছবি প্রতিযোগিতায় গবির তিন শিক্ষার্থীর ছবি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

আন্ত:বিশ্ববিদ্যালয় ছবি প্রতিযোগিতায় গবির তিন শিক্ষার্থীর ছবি

  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১.০১ এএম
  • ২২৬ বার পঠিত

কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ

আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা থেকে একের পর এক সুখবর নিয়ে ফেরেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। এবার ফটোগ্রাফি প্রতিযোগিতায় সাফল্য এনেছে তারা।

স্বাধীনতার ৫০ বছর এবং বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ছবি প্রতিযোগিতার আয়োজন করে আলোকচিত্রশিল্পীদের প্রতিষ্ঠান ক্রেওনম্যাগ (Krayonmag) ও ব্যাকপেইজ (Backpage)।

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো ১৪ আগস্ট আন্ত:বিশ্ববিদ্যালয় ছবি প্রতিযোগিতায় অংশ নেয়৷ নির্বাচিত পাঁচজন শিক্ষার্থীর তোলা ২৫টি ছবি প্রতিযোগিতায় পাঠায় গণ বিশ্ববিদ্যালয় ফটো লাইব্রেরি। এর থেকে ৪টি ছবি প্রদর্শনীর জন্য চূড়ান্ত মনোনয়ন পায়। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ২টি ক্যাটাগরিতে ২০০টি ছবি সংগ্রহ করা হয়। তারমধ্যে ৬০টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়৷ প্রদর্শনীতে প্রথম ৪টি ছবিতে জায়গায় করে নেয় গণ বিশ্ববিদ্যালয়।

যার শিরোনামে রয়েছে খবরের ফেরিওয়ালা, জলবিন্দু, তিন পৃথিবীর হাসি এবং প্রিয় শ্রেণিকক্ষ। ছবিগুলো তুলেছেন গবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ছাত্রী সুপর্ণা রহমান টুছি (২টি), একই বিভাগের ছাত্র মো. রাকিবুল হাসান (১টি) এবং ফার্মেসি বিভাগের ছাত্র শাহনেওয়াজ আরিফ (১টি)।

গবি ক্যাম্পাসের নানা ধরনের ছবি তুলে ও ভিডিও বানিয়ে আলোচনায় থাকে এই তিন শিক্ষার্থী। নিজের তোলা ছবি ফেসবুকেও শেয়ার করেন তারা৷ সেখানেও ভাল সাড়া পেয়েছে৷

সুপর্না রহমান জানান, সুযোগ পেলেই সামনে ঘটনাগুলো ক্যাপচার করি। ভিন্নধর্মী ও এক্সট্রিম পর্যায়ের কাজগুলো বেশি পছন্দের।

শাহনেওয়াজ আরিফ জানান, কিছু কাজ আছে, যেগুলো আমরা শখের বশেই করে থাকি। এই কাজগুলো মনকে প্রশান্তি দেয়। আমিও শখের বশে ছবি তুলি। ছবি তোলার পর সেটা দেখলে নিজেরই ভালো লাগে।

তিনি আরো বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া আমার তোলা-প্রিয় শ্রেণিকক্ষ ছবিটি করোনার এই সময়ে ক্যাম্পাসে গিয়ে তোলা। ফাঁকা শ্রেণিকক্ষ দেখে তুলে ছিলাম।

তিন পৃথিবীর হাসি ছবিটি তুলেছেন রাকিবুল হাসান। অন্য দুজনের ছবি ক্যাম্পাসের হলেও তার ছবিটি ক্যাম্পাসের বাহিরের। তিনি বলেন, আয়োজকদের দিক-নির্দেশনা মেনে ছবি সিলেকশন করেছি৷ তাতে ক্যাম্পাসের কোনো ছবি ছিল না৷ রাস্তা-ঘাট, বাজার, মহামারিতে মানুষের জীবন-যাপন ও মায়া মাখানো হাসি তুলে আনার চেষ্টা করেছি৷

গত ৬ আগস্ট ‘New normal through my eyes’ বিষয়ে ছবি আহ্বান করে ক্রেওনম্যাগ ও ব্যাকপেইজ। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ছবি তোলার দক্ষতা বাড়াতে দুইদিন ব্যাপী শৈল্পিক জ্ঞান সম্পর্কে ধারণাও দেন প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা। এ ইভেন্টের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ডিজিটাল প্ল্যাটফর্ম অংশীদার রয়েছে ইএমকে সেন্টার।

অংশগ্রহণকারীদের সেরা ছবিগুলো ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীতে প্রদর্শিত করা হবে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews