1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
আপনার মা বাবা ভাই বোনের যদি এভাবে মৃত্যু হতো তবে আপনি কি করতেন?
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না,রাজশাহীতে ভোক্তার ডিজি লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন মিরপুরে চাদার টাকা না দেওয়ায় মারধর থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সকল ইউনিটের মিছিল উলিপুরে যুবদল নেতার মৃত্যুকে কেন্দ্র করে বি,এন,পির দুই গ্রুপের সহিংস সংঘর্ষ   আমাদের সব শেষ হয়ে গেছে -আসিফ মাহমুদ সজিব ভূইয়া উলিপুরে ছাত্রলীগ নেতা সিদ্দিকুর গ্রেফতার পাইকগাছার রাড়ুলীর বেড়িবাঁধ দ্রুত সংস্কার, খাল খনন ও সুইচগেট নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হলো নবজাগরণের স্বাক্ষর কর্মশালা উলিপুরে জাঁকজমক পূর্ণ ভাবে খ্রীস্টধর্মালম্বীদের বড়দিন উৎসব পালন

আপনার মা বাবা ভাই বোনের যদি এভাবে মৃত্যু হতো তবে আপনি কি করতেন?

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৮.৩২ পিএম
  • ২৮৩ বার পঠিত

১৫ আগস্ট কোন রাজনীতির দিন না। কোন নির্বাচনে প্রচারের দিন না। নিজেকে প্রচারের দিন না৷
সেল্ফি বা ছবি তোলার দিন না। তোরন ব্যানারে নিজের ছবি নেতা নেত্রীর ছবি দেওয়ার দিন না৷
সারা বছরইতো এগুলো করেন। বিরত হোন নাই। এই একটি দিন অন্তত আপনারা কেন এগুলো থেকে বিরত হতো পারেন নাই।
নির্মম এই দিনে আকাশ বাতাশ কেঁদেছ। এই দিনে একটি পরিবারের সবাইকে হত্যা করেছে৷ ইতিহাসের সবচাইতে নির্মম হত্যার দিনে কেন আপনারা এগুলো করবেন।
বঙ্গবন্ধুর ভাষন বাজানোর নামে মাঝে মাঝে বাজনা সহ গান বাজিয়েছেন। কাঙ্গালি ভোজের নামে ফুর্তি করে খাওয়া দাওয়া করেছেন।

বঙ্গবন্ধুর কবরে এসে ফুল দেওয়ার নামে হুড়াহুড়ি করে ছবি তোলার প্রতিযোগিতা করেছেন। কে কার আগে টিভির ক্যামেরায় যাবে সেই জন্য ঠেলাঠেলি করে হুড়াহুড়ি করেছেন।
আপনাদের কি আবেগ? কি চেতনা? আমার খুব কষ্ট হয় বুঝতে। আমি বুঝতে পারিনা কেন আপনারা বিরত হোন না। কেন আপনাদের বিরত করেন না।

আপনার মা বাবা ভাই বোনের যদি এভাবে মৃত্যু হতো তবে আপনি কি করতেন? স্বজন হারানোর ব্যাথা তারাই বুঝে যারা হারিয়েছেন। একবার চিন্তা করে দেখুন এই দিনে বেঁচে যাওয়া দুই বোন শেখ হাসিনা শেখ রেহানার কথা বেঁচে যাওয়া ভাই শেখ সেলিম শেখ মারুফের কথা। তাদের অন্তর সেদিন কি ভাবে কাঁদে। রাজনীতির নামে যদি হয় শোকের বদলে উল্লাস তবে আপনিও হত্যাকরীর দলে। আপনিও খালেদা জিয়ার দলে।

খালেদা জিয়া এই দিনে কেক কেটে আনন্দ উল্লাস করতো। হতে পারে আপনার জন্মদিন আপনিও যদি উল্লাস করেন আপনিও যদি আবেগে নিজের জন্ম দিনে গদ গদ হয়ে যান তবে আপনিও খুনিদের দলের লোক। তাদের রক্ত বহন করেন।

আমরা সকলে বঙ্গবন্ধুর সঠিক মর্যাদা দিতে শিখি। আমারা তার আদর্শ চেতনাকে মনে প্রানে ভালবাসি। বছরে সব কয়টি দিন আপনি যা করেন করেন অন্তত শোকের এই দিনে এই মাসে আপনি বিরত থাকুন আনন্দ উল্লাস করা থেকে।

এই দিনটি আমরা বিনম্র শ্রদ্ধায় নিহত সকল শহীদের প্রতি গভীর সন্মান অন্তর থেকে করি। শুধু ব্যানার লাগিয়ে নয়। ফেস্টুন করে নয়। ফেসবুকে ছবি পোস্ট করে নয়। হ্নদয় থেকে ভালবাসার বহিঃপ্রকাশ করি।

লেখক: ইলিয়াস হক, দপ্তর সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews