আমি তোমার কেউ নই
আমি তোমার কাছে না থেকেও
কাছে থাকার অব্যক্ত অনুভব!
আমি তো তোমার কেউ নই
তোমার সুখের দিনে দূরে থাকা
আমি তোমার অসময়ের ডাক!
চাই যে তোমার দুঃখের ভাগ।
আমি তোমার কেউ নই
তবু তুমি আমার অনেক কিছু!
আমি কেবল
ক্ষনিক পাওয়া মুগ্ধতা,
হারিয়ে গেলে মরিয়া হয়ে
দিগ্বিদিক হাতড়ে ফেরা
কোনও চাওয়া।
আমি কেবল একাকী প্রহর!
অখণ্ড অবসরে
হৃদয়ের আনাচে কানাচে
ঘুরে বেড়ানো নিঃশব্দ
কোনও পায়চারী!
ছুঁয়ে যাওয়া উষ্ণতা।
আমি কেউ নই,
আমি কেবল
যাতনা-বাসনা-সাধনাতে
খুঁজে পাওয়া অনন্ত আশ্বাস!
আমি কেবল বিচ্ছেদী বেদনা,
দুঃখ কুড়োনো সুখ!
আমি তো তোমার কেউ নই
আমি কেবল নিয়ম না মানা
অহর্নিশ নিরব ভালোবাসা!
আমি তোমার কেউ নই
তবুও হয়তো আমি
মনের কোণে আলগোছে
তুলে রাখা একটি নাম,
তন্দ্রা জড়ানো কোনও মায়া;
অদৃশ্য পিছুটান!
অনেকের ভীড়ে কেউ না হয়েও
হয়তো আমি কেউ!
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..