রেখা মনি ,রংপুর
মেসার্স নাজমুল ট্রেডার্স ও হক ট্রেডার্স নামে কুড়িগ্রাম জেলা পুলিশের পোষাক সামগ্রীর ঠিকাদার তার নিজ প্রয়োজনে রংপুর মহানগরীর শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় তার নিকট রক্ষিত ব্যাগসহ পুলিশের পোষাক সামগ্রীর টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুজি করে না পেয়ে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় মো: আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ভ্যান চালক মোঃ মোস্তাফিজার রহমান (৫৫), পিতা- মৃত সেকেন্দার আলী, সাং- মধ্যবাবু খাঁ, ওয়ার্ড নং-২৮, থানা- কোতয়ালী, রংপুর মহানগর এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
মোস্তাফিজার রহমানের বাড়ী তল্লাশী করে নগদ ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা, মেসার্স নাজমুল ট্রেডার্স ও হক ট্রেডার্স নামে কুড়িগ্রাম জেলা পুলিশের পোষাক সামগ্রী সেলাই ও সরবরাহের দরপত্র জামানতের ৪ টি মোট ৪৬,০০০ (ছেচল্লিশ হাজার) টাকার ব্যাংক ড্রাফট, দুইটি সিলসহ স্ট্যাম্প প্যাড, অন্যান্য কিছু কাগজ পত্র পাওয়া যায়।
উল্লেখিত মালামাল গুলির বিষয়ে মেস্তাফিজারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে, গত ২৩/৬/২০২০ তারিখ ভ্যান চালনোর সময় রংপুর শহরস্থ শাপলা চত্বর এর পার্শ্বে সদর রাস্তার উপরে মালামাল ও টাকা কুড়িয়ে পায়।
উক্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রাপ্ত মোবাইল নম্বরে ফোন করে হক ট্রেডার্স এর প্রতিনিধির সহিত যোগাযোগ করা হলে তারা কাগজপত্র ও টাকা তাদের বলে জানায়।
পরবর্তীতে কাগজপত্র ও টাকা উর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।