
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের আলীকদমে উপজেলায় ইউবিএম ব্রিক ফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জামাল উদ্দিন নামের এক ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। অর্থদন্ড পাওয়া জামাল উদ্দিন ইউবিএম ইটভাটার অংশীদার বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ইউবিএম মালিকপক্ষ দীর্ঘদিন ধরে এক্সেভেটর দিয়ে দিনে ও রাতের আধারে আমতলী ম্রো পাড়াস্থ বিভিন্ন পাহাড় কেটে মাটি গুলো ইট তৈরীর কাজে ব্যবহার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী ম্রো পাড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল জানান, “পাহাড় কাটা দন্ডনীয় অপরাধ। ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না এমন শর্তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন পাহাড় কাটা বন্ধে ভাম্যমান আদালত পরিচালনা অব্যাহত
এ জাতীয় আরো খবর..
Leave a Reply