গ্রেফতার সম্রাট মির্জা আবিদ বেগ আশুলিয়ার পল্লীবিদুৎ এর ইউনাইটেড হাউজিং এলাকার মোহাম্মদ নুরুল আলম বেগের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ওই এলাকায় মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সম্রাট মির্জা আবিদ বেগ কে প্রায় ২১ লাখ টাকার মুল্যের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আমিনুর ইসলাম বলেন, গ্রেফতার মাদক সম্রাট মির্জা আবিদ বেগের সাথে আরও দুইজন সহযোগী রয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছে। একই সাথে ওই সহযোগীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলো। আমরা মাদকে জিরো টলারেন্স।এরকম অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত দের মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।