আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নরসিংহপুরের সরকার মার্কেট এলাকার পেস ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ কারখানার পাশ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তে কারখানার ভেতরের দিকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আশুলিয়া ডিইপিজেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ডিইপিজেডের আরও একটি, সাভার থেকে দুটি ও ফায়ার সদর দফতরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কারখানার ভেতরে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বার্তা২৪.কমকে বলেন, কারখানার ভেতরে ক্যামিকেল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পাশে ক্যামিকেলের ময়লার স্তুপ থেকে এই আগুনের সূত্রপাত। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।