লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
ইংল্যান্ডে হসপিটালিটি সেক্টরে সামনে আরো খারাপ সময় আসছে বলে সতর্ক করেছে ব্রিটিশ বানিজ্যিক সংগঠন উকে হসপিটালিটি। এই সংস্থাটির চীফ এক্সিকিউটিভ পার্লামেন্টে এমপিদের বলেছেন, স্থানীভাবে লকডাউন এবং রাত ১০টার কার্ফিউর নেতিবাচক প্রভাবে ২০২০ সালের ভেতরেই এই সেক্টর থেকে অন্তত ৫ লাখ ৬০ হাজার চাকুরী ছাঁটাই হতে পারে। সংস্থার পক্ষ থেকে পরিচালিত এক জরিপের ফলাফলের উপর ভিত্তি করে এই আশংকার কথা জানিয়েছেন ইউকে হসপিটিলিটির চীফ এক্সিকিউটিভ কেইট নিকোলস। পার্লামেন্টের ট্রেজারী সিলেক্ট কমিটিকে এই আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, সম্প্রতি বার, পাব এবং রেস্টুরেন্টে রাত ১০ থেকে কার্ফিউ জারি এবং স্থানীয়ভাবে লকডাউনের ফলে হসপিটালিটি সেক্টরের ব্যবসায় মারাত্মকভাবে ব্যাঘাত ঘটেছে।
ব্রিটিশ সরকার বর্তমানে প্রায় ৯ দশমিক ৬ মিলিয়ন কর্মকর্তা – কর্মচারীকে ফারলো দিয়ে আসছে। ফারলো প্রাপ্তদের মধ্যে অন্তত ৯ লাখ রয়েছে হসপিটালিটি সেক্টরের কর্মকর্তা-কর্মচারী। দু সপ্তাহ আগে এই সংগঠনের পক্ষ থেকে পরিচালিত এক জরিপে বলা হয়েছে, ফারলোর বাইরে আরো অন্তত ৫ লাখ ৬০ হাজার চাকরীর ছাঁটাই হবে ইউকের হসপিটালিটি সেক্টর থেকে। এছাড়া অক্টোবর শেষে ফারলো স্কীমের সমাপ্তির সাথে সাথে রিডানডেন্সির ঝড় শুরু হবে বলেও আশংকা করেছেন কেইট নিকোলস। যদিও নভেম্বর থেকে জব সাপোর্ট স্কীমের মাধ্যমে যেসব কর্মকর্তা-কর্মচারী পার্ট টাইম ভিত্তিতে কাজে ফেরত যাবেন তাদের বেতনের সর্বোচ্চ ২২ শতাংশ পরিশোধ করবে সরকার।