মিজানুর রহমান মিজুঃ
জামালপুরের ইসলামপুরে যমুনায় বন্যা পানি হ্রাস পেলেও লাখো মানুষ পানিবন্দী রয়েছে। বিভিন্ন এলাকায় ভানবাসীরা মানবেত জীবনযাপন করছে।
এ দিকে গুঠাইল বাজার,আমতলী বাজার, ডেবরাইপ্যাচ ,বামনা ,শিংভাঙ্গা ,উলিয়া,সোনামুখি,রাস্তাগুলো তলিয়ে যাওয়ায় উপজেলার সাথে পশ্চিমাঞ্চলের মাহমুদপুর,উলিয়া,গুঠাইল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দি মানুষগুলো গবাদি পশু নিয়ে বিভিন্ন উচু স্থানে স্বজনদের বাড়ীতে আশ্রয় নিলেও বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি হাঁস,মুরগী সহ গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে । বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ঘন্টায় হ্রাস পেয়ে বিপদ সীমার ৭২ সেন্টি মিটারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
অন্যদিকে, বুহস্পতিবার দিনব্যাপী সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বন্যা কবলিত এলাকা কুলকান্দি ইউনিয়নের জিগাতলা,বেড়কুশা,হরিনধরা,টিনেরচর ভানবাসী ৬শত পরিবারের মাঝে ১০কেজি করে ত্রানের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেন বিতরন করেছেন ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আঃ খারেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের,জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিব রহমান,উপজেলা আ’লীগ সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,কুলকান্দি ইউপি সাবেক চেয়ারম্যান জুবায়দুর রহমান দুলাল বিএসসি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল জানান, কর্মবীর এমপি ফরিদুল হক খান দুলাল সহ আমরা সব সময় বন্যা কবলিত মানুষের পাশে রয়েছি। বন্যা শেষ না হওয়া পর্যন্ত ত্রান বিতরন কার্যক্রম অব্যহত থাকবে। বন্যায় আক্রান্ত প্রতিটি পরিবারের মাঝে ত্রনসামগ্রী পৌছে দেব।
Leave a Reply