নিরেন দাস জয়পুরহাট জেলা প্রতিনিধি,
ইয়াবাসহ মহিলা মেম্বার ও তার স্বামী গ্রেফতার
জয়পুরহাটের কালাইয়ে নারী ইউপি সদস্য ও তার স্বামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মহিলা ইউপি সদস্য হলেন, তানজিলা বিবি (৩৬) এবং তার স্বামী আনোয়ার হোসেন (৪৫)। তানজিলা বিবি কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত নারী ২নং আসনের সদস্য। তারা স্বামী-স্ত্রী ওই ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা।
ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী আকবর মণ্ডল বলেন, ইউপি সদস্য তানজিলা ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার এবং সংরক্ষিত নারী ২নং আসনের সদস্য। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে তানজিলা বিবি ও তার স্বামী আনোয়ার হোসেনকে দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়াও তানজিলা ও তার স্বামী আনোয়ারের বিরুদ্ধে মাদক ও জুয়ার মামলা রয়েছে।