ওয়াকিল আহমেদ,ক্ষেতলালপ্রতিনিধিঃ-
Facebook Twitter Instagram share
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক,ও আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।
Surjodoy.com
শনিবার (১৬ মে) বিকেল ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের জনগণের সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন হুইপ স্বপন।
The Daily surjodoy
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিদ মোল্লার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপজেলার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন আমি জানি চলমান বৈশিক মহামারি করোনাকালীন সময়ে আপনারা অনেক কষ্টের মাঝে থেকেও পবিত্র ঈদ ফিতর উদযাপন করেছেন। তবুও ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি তাই আমি আপনাদের সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আপনাদের মাঝে এসেছি বলে তিনি করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকারি সকল নিদের্শনা মেনে চলার জন্য সকলের প্রতি আহব্বান জানান।
The Daily surjodoy
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মণ্ডল, জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এস.এম সোলায়মান আলী, জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দুগাছি ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম
The Daily surjodoy
ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রানাথ মন্ডল, (তদন্ত ওসি) শাহ আলমসহ উপজেলার আলমপুর,বড়াইল ও মাহমুদপুর ইউপির চেয়ারম্যানগণ।