ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নতুন আরেক মাদক ব্যবসায়ী ফারুক
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::
ফারুক পিতাঃ মোস্তাক আহাম্মদ প্রকাশ লেডু মিয়া, ফারুকের দৃশ্যমান তেমন কোন ব্যবসা না থাকলেও অল্প বয়সে সে অঢেল সম্পদের মালিক হয়ে গেছে তার ২টা ডাম্পার,
কয়েকটা টমটম, ও ব্যক্তিগত ব্যবহারীত মোটর সাইকেল ও ব্যংক ব্যলেন্স রয়েছে তার ইয়াবা সহ গতকাল ঢাকা সূত্রাপুর থানায় আটক হয়েছে গোপন সূত্রমতে উদ্ধারকৃত ইয়াবার পরিমান ৪০ হাজার পিছ, তার পিকআপ সহ ধরা পড়েছে।
ডিএমপি এর সুত্রাপুর থানার এফ আই আর নং-৬/১৫৯, তারিখ- ১১ আগষ্ট, ২০২১; সময়- রাত ২৩.৪০ ঘটিকা
অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ, সর্বমোট উদ্ধার-৮০০০ (আট হাজার) পিস হালকা লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট ওজন ৮০০ (আটশত) গ্রাম, ০১টি পিকআপ গাড়ী রেজিঃ নং-চট্রঃ মেট্রো-ড-১১-৩৩৫৭
আসামীদের নামঃ ১. ফারুকুল ইসলাম (২৭), পিতা- মোস্তাক আহম্মেদ, মাতা- জাহানারা বেগম স্থায়ী : গ্রাম- ঈদগাঁও (সাং- বামনকাটা ইসলামপুর) , থানা- ঈদগাঁও, জেলা -কক্সবাজার, বাংলাদেশ
২. আরমান হোসেন (২০), পিতা- মোঃ আলী হোসেন, মাতা- ছবে মেরাজ স্থায়ী : গ্রাম- গর্জনতলী (সাং- গর্জনতলী ( কোটাখালী, ওলী মেম্বার এর বাড়ীর সাথে), থানা- চকরিয়া, জেলা -কক্সবাজার, বাংলাদেশ
৩. বেলাল উদ্দিন (২১), পিতা- মোঃ সুলতান আহম্মেদ, মাতা- নুরুন নাহার স্থায়ী : (সাং- গর্জনতলী ( কোটাখালী ওলী মেম্বার এর বাড়ীর সাথে) , উপজেলা/থানা- চকরিয়া, জেলা -কক্সবাজার, বাংলাদেশ
৪. মানিক (৩২), পিতা- অজ্ঞাত, মাতা- অজ্ঞাত স্থায়ী : গ্রাম- ঈদগাঁও (সাং- বামনকাটা ইসলামপুর) , উপজেলা/থানা- ঈদগাঁও, জেলা -কক্সবাজার, বাংলাদেশ