
সুজন সারোয়ার, টঙ্গী
ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মো, লিটন (৪০), মো, ছালাউদ্দিন (৩২), সুমন (২০), জহির (২৫) ও জাহাঙ্গীর (৩৫) নামে ৫ কাপড় ও চা ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলায় চালিয়ে গুরুতর আহত করে এবং ব্যবসায়ীদের মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে। গতকাল সোমবার দুপুরে উত্তরার সাইদ গাউন্ড সেন্টারের সামনে এঘটনাটি ঘটে।
আহত ৫ ব্যবসায়ীকে এলাকাবাসী চিকিৎসার জন্য টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ব্যবসায়ীরা জানান, উত্তরার সাইদ গাউন্ড সেন্টারের সামনে দীঘদিন যাবত ব্যবসা করছি। বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী সোহেল, স্বাধীন, বুলেট ও মামুনসহ আরো ২০/৩০ সন্ত্রাসী আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে দোকান বসাতে দিবেনা বলে হুমকি প্রধান করেন সন্ত্রাসী মামুন ও স্বাধীন। গত রবিবার দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ছিলাম। সোমবার দুপুরে এসে দেখি দোকান নেই। সন্ত্রাসী মামুনকে জিঙ্গাসা করতে আমাদের ৫ ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে গুরতর আহত করে এবং আমাদের ২টি কাপড়ের দোকান ও ২টি চার দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply