মো: ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর এবার বাউফল থানায় আঘাত হেনেছে করোনা ভাইরাস। থানার ৭ জন পুলিশ সদস্য ও এক সাংবাদিক পরিবারের ২ জন সদস্যসহ নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন, কনেস্টবল মোঃ স¤্রাট সরদার (২৪), মোঃ তসলিম (৫৫), মোঃ তারেক (২২), মোঃ সাইফুল ইসলাম (২৩) মোঃ মুরাদ (২২), মোঃ শিহাব (২১) ও নায়েক মোঃ শামিম (২৯)। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাসহ ১২ জন সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগদান করেছেন। অন্যরা সবাই আইসোলেশনে আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৭৭ জন। তাঁদের মধ্যে মারা গেছে ৭ জন। সুস্থ্য হয়েছেন ৩৯ জন। অন্যান্যরা আইসোলেশনে আছেন। অপরদিকে করোনার এ সংক্রামন বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছেন সচেতন মহল। তাঁদের দাবী, প্রশাসনের নজরদারি না থাকার কারনে স্বাস্থ্যবিধি লংঘন করছেন জনসাধারণ। আর এতে দিন দিন এ উপজেলায় করোনা সংক্রামনের হার বেড়ে যাচ্ছে।