1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
উপবৃত্তি পাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জবি শিক্ষার্থীরা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

উপবৃত্তি পাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জবি শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৬.৪৪ পিএম
  • ২৯২ বার পঠিত
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২০-২০২১ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায় ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন চেয়ে নোটিশ জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) কর্তৃক উপবৃত্তির অর্থ ইউজিসির মাধ্যমে হাতে পাবে শিক্ষার্থীরা।
শুক্রবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ফোনালাপে উপবৃত্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরে সংখ্যালগু সম্প্রদায়, তফসিলী, (হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান/সশস্ত্র বাহিনী/প্রতিবন্ধী/(দৃষ্টি ও অটিস্টিক ব্যতিত) উপজাতিয় (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) শিক্ষার্থীরা নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন করতে পারবে। নির্ধারিত ফরম-এ উল্লেখিত শর্তাবলি সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় (বৃত্তি) জমা দিতে বলা হয়েছে।
ফরমটি সঠিকভাবে পূরণ করে আগামী ৮ই ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে দরখাস্তটি জমা দানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। উক্ত তারিখের মধ্যে জমাদানে ব্যর্থ হলে মাউশি কর্তৃক অর্থ প্রাপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কোনো প্রকার দায়ভার বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। উপবৃত্তির বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগত ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি প্রদর্শনের জন্য ইন্সটিটিউটের পরিচালক/বিভাগীয় চেয়ারম্যান মহোদয়কে আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।
ইউজিসি প্রদত্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, “ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সংখ্যালঘু শিক্ষার্থীদের তালিকা চেয়েছে, আমরা তালিকা তৈরি করে তাদের কাছে পাঠিয়ে দিবো। এরপর ওরা ওদের মতো করে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করবে এবং সে অনুযায়ী বৃত্তিপ্রাপ্তরা টাকা পাবে”
উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন শিক্ষার্থীদের আবেদন চেয়ে নোটিশ জারি করেছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews