কুড়িগ্রাম প্রতিনিধি :
স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৫-০২-২০২৩ ইং রোজ শনিবার উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়।
প্রাণীসম্পদ, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলা উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন ২৭ কুড়িগ্রাম -৩ উলিপুর।
উক্ত মেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংশা। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মামুন সরকার মিঠু মেয়র উলিপুর পৌরসভা। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুল রহমান সরকার। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর থানার সাব ইন্সপেক্টর আতিকুজ্জামান,উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার, প্রাণী খামারী শাহজালাল সরকার। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মোঃ ফিরোজ আলম মন্ডল, সহকারী শিক্ষক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রদর্শনী মেলা শেষে খামারীদের মাঝে সনদও পুরুস্কার বিতরণ করা হয়।