আব্দুস সাত্তার আব্বাসী সোহেল, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক সেবনের দায়ে আপন দুই ভাইসহ ৬ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ রবিবার বিকেলে এ দন্ডাদেশ দিয়েছেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন উক্ত উপজেলার ঝিকরা গ্রামের আব্দুল হামিদের ছেলে সালাম (৩৫) তার ছোট ভাই শামীম (৩০) সহ মোট ৫ জন ও সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার বিমানের ছেলে সমীর রায় (৩৬)। বিষয়টি উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার এস আই মোঃ হাফিজুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকালে উক্ত উপজেলার ঝিকরা গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে ভ্রাম্যমান আদালতে আসামীদেরকে হাজির করলে বিচারক উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।