শাহানূল হাসান বিশেষ প্রতিনিধিঃ
একদিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশের রুনা
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আজ সোমবার সুইডেন দূতাবাসে একদিনের জন্য রাষ্ট্রদূত হয়েছেন বাংলাদেশের মেয়ে রুনা।
বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ফন লিনডে এক টুইটবার্তায় বিষয়টি গতকাল রোববার নিশ্চিত করেছেন।
টুইটবার্তায় তিনি লিখেছিলেন, ‘প্রস্তুত হও! আগামীকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এবং আমরা একজন নতুন সুইডিশ রাষ্ট্রদূত পেয়েছি।’
এর আগে দিবসটি উপলক্ষে বাংলাদেশের বেশ কয়েকজন মেয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনে একদিনের রাষ্ট্রদূত কিংবা হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। প্রতিবারের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস নানা আয়োজন করছে। তার অংশ হিসেবে সোমবার একদিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হবেন বাংলাদেশের মেয়ে রুনা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ অক্টোবর সর্বপ্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। দিবসটিকে মেয়েদের দিনও বলা হয়। লিঙ্গ বৈষম্য দূর করতে আয়োজন করা দিবসটির অন্যতম প্রধান উদ্দেশ্য। তবে শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা প্রতিষ্ঠা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ রোধ ক্ষেত্রগুলো দিবসটির অন্যান্য উল্লেখযোগ্য দিক।