আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
অমর একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র সকল ভাষা শহীদদের প্রতি বিনয়াবনত শ্রদ্ধা নিবেদন করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পন করেন উপজেলার বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠন।
একুশের প্রথম প্রহর রাত ১২ :০১ মিনিটে আনোয়ারা উপজেলা পরিষদের পক্ষে শহীদ মিনারে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
এর পর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনোয়ারা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।
এসময় উপস্হিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাব জোবায়ের আহমেদ, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি জনাব আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক সহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply