ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন।
আজ রোববার মেডিকেল বুলেটিনে এ কথা জানিয়েছে সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল রবিবার সকালে জানায়, আজ সকাল পর্যন্ত প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে।
এই সময় জানায়, শনিবারও মেডিকেল বুলেটিনে সেনা হাসপাতালের হাসপাতালের পক্ষ থেকে প্রায় একই কথা জানানো হয়েছিল।
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তির পর পরই প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।
এরপরই গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।