পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
ওএমএস কর্মসূচির অনিয়ম ঠেকাতে আবারো কঠোর অবস্থান নিয়েছে পাইকগাছা উপজেলা প্রশাসন। এবার অনিয়মের অভিযোগে সুভাষ সরকার নামের এক ব্যবসায়ীর ডিলারশীপ ও ওএমএস লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার উপজেলা ওএমএস কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এলাকার ওএমএস ডিলারদের বিরুদ্ধে ইতোপূর্বে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। তবুও যেন ঠেকানো যাচ্ছে না অনিয়ম। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যদিয়ে ডিলাররা নানা অনিয়ম করে যাচ্ছিল। গত ২৮ ফেব্রæয়ারী পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালী গ্রামের ডিলার সুভাষ সরকারের বিরুদ্ধে ওজনে কম, অতিরিক্ত মূল্যে জনপ্রতি নির্ধারিত পরিমানের অতিরিক্ত চাল বিক্রয়ের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরাফাত হোসেন হাতেনাতে অতিরিক্ত চাল জব্দও করেন। এ ঘটনায় ১ দিনের সময় দিয়ে জবাব দিতে বলা হয় সংশ্লিষ্ট ডিলারকে। জবাব সন্তোষ জনক না হওয়ায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ওএমএস কমিটির সভায় ডিলার সুুভাষ সরকারের ডিলারশীপ ও ওএমএস লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়। ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম।