হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় ৬৫ বোতল ফেনসিডিলসহ মো.শাহীন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে এসআই মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী শাহীন ঢাকার ফার্মগেট এলাকার মৃত.আশ্রাফ আলীর ছেলে। সে তার শ্বশুর বাড়ি কুমিল্লা থেকে বোগদাদ বাসে করে ঢাকায় এসব ফেন্সিডিল পাচার করার চেষ্টা করছিল।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপুরগামী বোগদাদ বাস থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ শাহীনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।’