নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মঞ্জিলের কান্দা গ্রামের প্রতিবন্ধী মুর্শিদ ভূইয়ার বাড়িটি কথিত মুক্তিযোদ্ধা আনোয়ার আলী মেরাজসহ তার দলবলেরা জোড়পূর্বকভাবে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টার দিকে। কোন উপায়ন্তর না দেখে প্রতিবন্ধী মুর্শিদ ভূইয়া কটিয়াদী থানায় মৃত গাফফার আলীর ছেলে কথিত মুক্তিযোদ্ধা আনোয়ার আলী মেরাজ,শান্ত মিয়া,কাসেম মিয়া,মাসুদ মিয়াসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,কথিত মুক্তিযোদ্ধা আনোয়ার আলী মেরাজ (৬০) এলাকার নিরিহ লোকদের জমিজমা বিষয়ে দীর্ঘদিন ধরে সরলতার সুযোগে এ গ্রামের লোকজনদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।
গতকাল রবিবার সরজমিন গেলে বীর মুক্তিযোদ্ধা নিবু মিয়া, এন ইসলাম ভূইয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, আনোয়ার আলী কবে থেকে মুক্তিযোদ্ধা সেজেছে আমাদের কাছে এর কোন সত্যতা নেই।
তারা বলেন, কথিত মুক্তিযোদ্ধা মানুষের জমিজমা দখল করাই তার একমাত্র নেশা এবং এই নেশা দিয়ে গ্রামের লোকজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে তারা উল্লেখ করেন।