রুদ্র অয়ন এর কবিতা
কঠিন বাস্তবতা
জীবনতো যেখানে যেমন
বাস্তবতার মেলা,
এই মেলায় চলছে কত
সুখ দুঃখের খেলা।
কেউ ধরছে হাতে নাটাই
কেউ তাকায় গগনে,
ঘুমের ঘোরে মগ্ন কেউ
বিভোর যে স্বপনে।
নিয়তির পরিহাসে কেউ
কাঁদে রে সারাবেলা,
কৃত্রিম সুখে কেউ আবার,
করছে রঙের খেলা।
হন্যে হয়ে ছুটে কেউ কেউ
অন্ন জোগাড় তরে,
লোক ঠকাতে ব্যস্ত কেউ
নিষ্ঠুর পরিসরে।
সৃষ্টি সুখের উল্লাসে
কেউ দেখে স্বপ্ন
কেউ আবার বিবাগী হয়ে
কঠিন ধ্যানে মগ্ন।
সাধু বেশে কেউবা আবার
করছে রে কুকর্ম,
সারা জনম গেলো বুঝতে
এই সকল মর্ম।
শত কষ্টের মাঝে কেউ
হাসে রে সুখের হাসি,
ঐশ্বর্য থেকেও কারো
দুঃখ যে রাশি রাশি।
অনেকের মাঝে থেকে কেউ
হয় স্বজনহীন,
ছন্নছাড়া কারো জীবন
একাকী কাটে যে দিন!
সত্য ন্যায়ের নেইকো দাম
দুঃখ জনক কথা,
মিথ্যে নয় সত্যিই বলছি
এটাই বাস্তবতা।
Surjodoy.com