ডেস্কঃ
সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক আলোচনা ও কর্মসূচি পালন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এল এ মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ জে এইচ রানা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম। পরিচালক জাহিদ হাসান লালন। নোয়াখালী জেলার সভাপতি মাহফুজুর রহমান হেলাল ও স্পেশাল ট্রেইনার হাসিবুর রহমান লিমন সহ উপস্থিত ছিলেন আরও সাধারণ সদস্য বূন্দ। আলোচনায় সংস্থার চেয়ারম্যান জনাব জে এইচ রানা বলেন সচেতনতায় এনে দিতে পারে একটি জাগ্রত বিবেক যদি আমরা সচেতন হই তাহলে আমাদের মাঝে আর কোন রোগ বিস্তার লাভ করতে পারবে না কারণ সামনে চিকুনগুনিয়া,ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, ডায়রিয়া, ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের মাঝে বিদ্যমান।
তাপরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত পরিষ্কার রাখব। মাস্ক এর ব্যবহার বৃদ্ধি করব। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করব। হাসিবুর রহমান লিমন বলেন করোনা ভাইরাস ছড়ায় চোখ, নাক, মুখ এই গুলো দিয়ে।আমরা যদি সতর্ক থাকি এবং গণ গণ সাবান দিয়ে হাত পরিষ্কার করি। সামাজিক দূরত্ব বজায় রাখি। পরিস্কার পরিচ্ছন্ন থাকি। তাহলে আমরা সুস্থ থাকব। পরিবার সুস্থ থাকবে। সমাজ সুস্থ থাকবে। সচেতন মূলক আলোচনা শেষে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। বিরুলিয়া রোড রাজাসনে দোকানদার রিক্সাওয়ালা গাড়ির ড্রাইভার ও সাধারন জনগনের মাঝে মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি করে উনাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।।