1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
করোনা: মৌলভীবাজারে একই বাড়ির ৩জনের মৃত্যু : সৎকার করলেন "শ্মশানবন্ধু সংঘ" 
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

করোনা: মৌলভীবাজারে একই বাড়ির ৩জনের মৃত্যু : সৎকার করলেন “শ্মশানবন্ধু সংঘ” 

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১০.০৯ পিএম
  • ২৫১ বার পঠিত

করোনা: মৌলভীবাজারে একই বাড়ির ৩জনের মৃত্যু : সৎকার করলেন “শ্মশানবন্ধু সংঘ”

জুয়েল খাঁন,জেলা প্রতিনিধি সিলেট
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চাটুরা গ্রামে মাত্র ২০ দিনের মধ্যে একই বাড়ির ৩ জন লোক করোনারোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার (৮ আগষ্ট) রানা দেব (৫৫) করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। ইতোপূর্বে এই বাড়ির নমিতা দেব (৫৫) ও বরুন দেব (৭৫) একই রোগে মারা গেছেন।

মৌলভীবাজারের “শ্মশানবন্ধু সংঘের সমন্বয়কারী এডভোকেট রুদ্রজিত ঘোষ মিশু, সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মহিম দে মধু ও সমাজকর্মী অমলেন্দু কুমার দাশ উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করে প্রয়াত রানা দেবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। মৌলভীবাজার জেলার শ্মশানবন্ধু টিম প্রধান শ্রী কালীপদ শীল,সদস্য- শ্রী সুমন চন্দ,শ্রী রামু শীল, শ্রী মিলন দে, পুরোহিত সদস্য শ্রী সুদীপ ভট্টাচার্য্য শেষকৃত্য সম্পন্ন করছেন। মৃতের আত্মীয় ছাত্রলীগ নেতা নিকেশ দেব আন্তরিক সহযোগিতা করছেন।

মৌলভীবাজারে “শ্মশানবন্ধু সংঘ” সকল অন্ত্যেষ্টিক্রিয়া সনাতন (হিন্দু) ধর্মীয় বিধি-বিধান অনুসরণপূর্বক ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করছে। সনাতন (হিন্দু) ধর্মীয় কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে মৌলভীবাজারে “শ্মশানবন্ধু সংঘ” সমন্বয়ক- অমলেন্দু কুমার দাশ, সমাজকর্মী, শাহমোস্তফা গার্ডেন সিটি, ৩০৭, এম. সাইফুর রহমান রোড, মৌলভীবাজার। মোবাইল নং- ০১৭১১-০৬৯৩০৮ যোগাযোগ করতে পারেন।

এ দুঃসময়ে আপনজন দূরে সরে থাকেন করোনা নামক ভয়াবহ দানব এর সংক্রমনের ভয়ে সেই সময় আপনাদের পাশে দাঁড়াবেন “শ্মশানবন্ধু সংঘ” এর নিবেদিত বন্ধুরা।

উল্লেখ্য কিছুদিন আগে ব্রাম্মণবাড়িয়া এক সনাতন(হিন্দু) ধর্মের ব্যক্তির করোনায় মৃত্যু হলে আত্মীয় ও প্রতিবেশিরা মৃতের সৎকারে এগিয়ে না আসলে শ্রীমঙ্গলের “শ্মশানবন্ধু সংঘ” এর নেতৃবৃন্দের সাথে মোবাইলে যোগাযোগ করেন। তখন শ্রীমঙ্গলের “শ্মশানবন্ধু সংঘ” এর নেতৃবৃন্দ আত্মীয়ের মাধ্যমে লাশ শ্রীমঙ্গলে এনে সনাতন (হিন্দু) ধর্মীয় বিধি-বিধান অনুসরণপূর্বক ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews