রফিক তালুকদার, চট্টগ্রাম থেকে
গতকাল শনিবার(২১আগষ্ট) সকালে ঢাকা থেকে বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে করে ১লক্ষ ৫৩হাজার ৮০০ ডোজের এ চালানটি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।
এর মধ্যে সিনোফার্মের ১লাখ ২৩হাজার ২০০ এবং মডার্নার ৩০ হাজার ৬শ ডোজ টিকা রয়েছে।
টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। চাহিদার ভিত্তিতে পরবর্তীতে টিকাগুলো নগরী ও উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে ৬দিন বন্ধ থাকার পর গত ১৬ আগস্ট থেকে আবারও শুরু হয়েছে করোনার প্রথম ডোজের টিকাদান। বর্তমানে নগরের সবকটি টিকা কেন্দ্রে সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। তবে যারা এসএমএস পাবেন তারাই শুধু সিনোফার্ম ও মডার্নার টিকা নিতে পারবেন। এসএমএস ছাড়া অহেতুক টিকা কেন্দ্রে ভিড় না জমাতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম দফায় চার লাখ ৫৬ হাজার ডোজ, দ্বিতীয় দফায় ৯ এপ্রিল আরও তিন লাখ ছয় হাজার ডোজ, তৃতীয় দফায় ১৮ জুন ৯১ হাজার ২০০ ডোজ, চতুর্থ দফায় ১১ জুলাই এক লাখ ৮৪ হাজার ডোজ, পঞ্চম দফায় ২৮ জুলাই এক লাখ ৮৫ হাজার ২০০ ডোজ, ৬ আগস্ট ষষ্ঠ দফায় তিন লাখ নয় হাজার ৪০০ ডোজ এবং ১৪ আগস্ট সপ্তম দফায় তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা আসে।
৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকা কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রোজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এছাড়া তিন দফায় মডার্না এবং সিনোফার্মের টিকাও এসেছে।