সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) রোটারিয়ান মো. রেজাউল করিম (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে (শজিমেক) তিনি মৃত্যুবরণ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়েস এ তথ্য জানিয়েছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি ও বারের সাবেক সভাপতি অ্যাড. রেজাউল করিম গত ৮ জুলাই শজিমেক হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বাদ জুম্মা জেলা শহরের মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ তার আইনজীবী সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।