১০ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। কিন্তু তার আগে দুঃসংবাদ শুনলো সেলেসাওরা। কাঁধের চোটে ছিটকে গেছেন লিভারপুলের ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। ব্রাজিলের প্রথম পছন্দের এই গোলকিপার লিভারপুলের অনুশীলনে চোট পেয়েছেন। ফলে কয়েক সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। অ্যাস্টন লিভার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তিনি বলেছেন, ‘অনুশীলনে দুর্ভাগ্যক্রমে একটি ঘটনা ঘটে গেছে। দুজন খেলোয়াড় অনাকাক্সিক্ষতভাবে মুখোমুখি ধাক্কা খাওয়াতে চোটের ঘটনাটি ঘটেছে। একজন সেরে উঠলেও আলিসন পারেননি।’ চোটের বিস্তারিত জানা না গেলেও, চোটটা যে গুরুতর সেটি জানিয়েছেন, লিভারপুল কোচ। ফলে ১০ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া ও ১৪ অক্টোবর পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি যে তিনি মিস করছেনই, সেটি প্রায় নিশ্চিত। ক্লপ আরও বলেছেন, ‘আমরা এখনও জানি না তার অবস্থা কতটা গুরুতর। তবে সে কাঁধে গুরুতর চোট পেয়েছে। এখন তার দ্রুত আরোগ্য কামনা করছি। তবে সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় সেখানে সে খেলতে পারবে না। কিন্তু সপ্তাহের পর সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে।’