
নাদিম হোসেন খান,
বিএফডিসি,ঢাকা : এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ নতুন ধামাকা আসছে আজকালের প্রেম মেড ইন চায়না । বিএফডিসিতে গানের শুটিং শেষ হয়েছে
ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, চিত্রগ্রাহক সানি খান,
কাজী শুভর কন্ঠে গানটি লিখেছেন ইন্ডিয়ার জনপ্রিয় সুরকার আকাশ সেন,
গানের মডেল সবুজ আশরাফ শুপ্ত ও সামিনা বাসার।
কোরিওগ্রাফার হাবিবুর রহমান, সহকারী পরিচালক সৌরভ নিলয় , মেকাপ জহিরুল ইসলাম ।
গানটি ম্যাক্স ব্যাগের ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল দেখা যাবে।
গানটি ভিডিও নির্মাণ সম্পর্কে সৌমিত্র ঘোষ ইমন বলেন বড় বাজেটের বহুদিন পর দর্শক মনের চাহিদা মত গানটি উপভোগ করতে পারবে, গানে শুপ্ত ও সাবিহার নাচ প্রশংসা করার মত আশা করি দর্শক তৃপ্তির সাথে বিনোদন পাবেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply