তফিকুল ইসলাম,কালাই,উপজেলা প্রতিনিধিঃ-
বৈশিক মহামারি করোনাভাইরাস বর্তমান পরিস্থিতিতে অনেকটা কমায় স্কুল-কলেজ গুলো খুলে দিয়েছে সরকার। এরপরেও কোমলমতি শিশু শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে করে জয়পুরহাটের কালাই পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সুরক্ষার জন্য করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে কালাই পৌরসভার পক্ষ থেকে পৌর শহর এলাকায় মোট ১৬ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী গুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব সুরক্ষা সামগ্রী গুলো উপহার হিসেবে তুলে দেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল।
এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলর ও জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি তফিকুল ইসলাম তৌহিদ, রেজাউল করিম, সিরাজুল ইসলাম তালুকদার,জিয়াউর রহমান জিয়া, আবু কালাম মীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতি বেগম, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল,কালাই পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষক-শিক্ষিকাসহ আরো অন্যান্যরা স্থানীয় নেতৃবৃন্দরা।