তৃতীয় ধাপে জয়পুরহাটের কালাই উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। উক্ত নির্বাচনকে সামনে রেখে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক ক্ষমতাশীল দলের মনোনয়ন পেয়ে গত ১২ তারিখে প্রতীক বরাদ্দের পর থেকে মাঠে নেমে অত্র ইউপির প্রতিটি ওয়ার্ডে তিনিসহ জেলা,উপজেলা ও ইউপি আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা নৌকার ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে নৌকা মার্কা তথা আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মনোয়ার হোসেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা মার্কার বিরুদ্ধে আনারস মার্কা নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নৌকা মার্কার প্রতিদ্বন্দ্বিতা করা,নৌকার কর্মী সমর্থকদের মারধর ও নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুর,বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙে ফেলা,নৌকার প্রার্থীর পোষ্টার ছেঁড়াসহ এমন নানা অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে তাকে থেকে বহিষ্কার করা হয়েছে বলে মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগ সূূত্রে জানা যায়।
বুধবার বিকেলে মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জিল্লুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে করে মুঠোফোনে জানান, আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে টানা দুবারে চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক কে দলীয় ভাবে মনোনীত করেছেন।
আর শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিয়ে মনোনীত করবেন আমরা তার পক্ষেই নৌকার নির্বাচন করবো এটাই বাস্তব। তিনি আরো বলেন,আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী থাকার পরেও মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মনোয়ার হোসেন ক্ষমতার দাপটে নৌকার বিদ্রোহী হয়ে আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়াই দলীয় শৃঙ্খলা ও নিয়ম অমান্য করাই মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার বহিষ্কৃত চিঠি উপজেলা ও জেলা আওয়ামীলীগ বরাবর পাঠানো হয়েছে বলে তিনি আরো বলেন,আপনারা সাংবাদিকরা জরিপ চালিয়ে দেখুন আজ যিনি নৌকা মার্কার বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তিনি আওয়ামীলীগ হয়ে কিভাবে রাতের আধারে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু ছবি,শেখ হাসিনার ছবিসহ নৌকার পোষ্টার ছিড়ে দলীয় অফিস ভাংচুর করে শুধু তাই নয় তিনি মাদক,জুয়াসহ আরো অসংখ্য তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে তিনি বলেন।
বিষয়টি নিয়ে কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলনের মুঠোফোনে বারবার কল দিলে তিনি প্রতিবেদকের কলটি রিসিভ না করলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের মুঠোফোনে কল দিয়ে বহিষ্কারের তিনি জানান,নৌকা মার্কার বিরুদ্ধে আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে মো.মনোয়ার হোসেন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা শুধু নয় আজ একমাত্র তার কারণেই মাত্রাই ইউনিয়নে ভোটাদের মাঝে ভোটের আমেজ।
এমন অভিযোগে তুলে মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছে। যার বহিষ্কারের উপজেলা আওয়ামীলীগ বরাবর দলীয় একটি প্যাডে প্রদান করেছে।বিষয়টি নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ঢাকাতে অবস্থান করাই কালাই উপজেলা আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগ বরাবর বিষয়টি অবগত করা হয়েছে।
পরে বিষয়টি নিয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলের মুঠোফোনে কল দিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.মানোয়ার হোসেন এর বহিষ্কার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,আমি ঢাকাতে এসেছি তাই এখন এবিষয় কোন কিছুই বলতে পারছি না বলে প্রতিবেদকের কলটি কেটে দেন তিনি। বিস্তারিত আরো আসছে