শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বন্যায় পানিবন্দী হয়ে পড়া দুস্থ তাঁতি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের মাঝে জিআর ক্যাশ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ত্রাণ সামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাল,১ কেজি মসুর ডাল,১ কেজি লবণ,১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১লিটার সয়াবিন তেল, হাফ কেজি নুডলস্ ও শিশু খাদ্য সামগ্রী।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর এলাকার ১৫০ জন দুস্থ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী ও ১৬ জনের মধ্যে শিশু খাদ্য এবং ১১ জন তাঁতিদের মাঝে জিআর ক্যাশ নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..